Top
সর্বশেষ

বিসিবি সভাপতি পাপনের পদত্যাগ

২১ আগস্ট, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ণ
বিসিবি সভাপতি পাপনের পদত্যাগ

পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার (২১ আগস্ট) তিনি পদত্যাগ করেন। এখন অপেক্ষা নতুন এক সভাপতির জন্য।

এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা শুরু হয়। আর সেখানেই এলো এই সিদ্ধান্ত। যদিও আগেই জানা গিয়েছিল এই সভা থেকেই পদত্যাগের ঘোষণা দেবেন নাজমুল হাসান পাপন। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই এলো সেই খবর।

উল্লেখ্য, নাজমুল হাসান পাপন ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন। এরপর থেকেই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবিচ্ছেদ্য এক অংশই হয়ে উঠেছিলেন। ২০১২ সালে নিয়োগের পর থেকে টানা দায়িত্ব পালন করেছেন।

এম জি

শেয়ার