Top
সর্বশেষ

রূপালী ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

২৫ আগস্ট, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ
রূপালী ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ৯ম বিশেষ সাধারণ সভা এবং ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ আগস্ট) রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুম থেকে হাইব্রিড পদ্বতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদার সভাপতিত্বতে সভায় সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর।

ব্যাংকের কোম্পানি সচিবের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।

বিএইচ

শেয়ার