Top

সরিষাবাড়ীতে ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

২৮ আগস্ট, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
জামালপুর প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ করে দেয়া আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ও ধলেশ্বরী মেইল ট্রেন চালুর দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার বিকেলে উপজেলার সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন প্লাটফরমে প্রিয় সরিষাবাড়ী গ্রুপ ও সরিষাবাড়ীর সর্বস্তরের জনগনের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় আন্দোলনকারীরা মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের মাধ্যমে ট্রেন দুইটি চালুসহ ৮ দফা দাবী পেশ করেন।

এমসয় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ মিয়া, অন্যদের মধ্যে জাকারিয়া ইসলাম মিনহাজ, আরিফুল ইসলাম, জাহিদ হাসান মামুন, নবীন আহসান জিতু, মনির হোসেন, সেজনু সরকার, জাওয়াত হোসেনসহ স্থানীয় সুধিজনরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত জুলাই মাসে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে জামালপুর এক্সপ্রেস-799 ট্রেনটিকে অনিদির্ষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে সেই ট্রেনের রেক ব্যবহার করে সিলেটের পারাবত এক্সপ্রেস ট্রেন হিসেবে ঢাকা হতে সিলেট রুটে যাতায়াত করবে। পাশাপাশি গরিবের ট্রেন নামে খ্যাত ধলেশ্বরী মেইল-800 ট্রেনটিও অবৈধভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

এতে ঢাকা-ময়মনসিংহ-সরিষাবাড়ী-তারাকান্দি-ভুয়াপুর লাইনের সকল যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। আমরা সরিষাবাড়ীবাসী এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে বন্ধ হয়ে যাওয়া ট্রেন দুইটি পুনরায় চালু করার জোর দাবী জানাচ্ছি। ৩৬ ঘন্টার মধ্যে যদি ট্রেন দুইটি চালু করা না হয় তাহলে আরও কঠোর আন্দোলন করা হবে বলেও জানান প্রতিবাদকারীরা।

এম পি

শেয়ার