Top

সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

১৩ আগস্ট, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীরা এ বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে। এসময় বয়ড়া ব্রীজের পশ্চিম পাশে সুইচ গেইট ব্রীজ রোড়ে ৩০০ মিটার রাস্তায় ও মালিপাড়া বাজারস্থ পাশের রাস্তায় প্রায় ১৫০ টি গাছ লাগানো হয়।

এসময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পোগলদিঘা শাখার পক্ষে লুৎফর রহমান, ফুয়াদ আহাম্মদে প্রান্তিক, আনোয়ার হোসেনসহ সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পরে সুপারি, উইপিং, নিম, বহেরা, হরতকী, বকুল, কাঠবাদাম, কৃষ্ণচূড়া, অর্জুন, আমলকিসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়।

এসকে

শেয়ার