Top

খাগড়াছড়িতে বন্যা দুর্গতদের জন্য ‘এক টাকায় বাজার’

০৪ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ
খাগড়াছড়িতে বন্যা দুর্গতদের জন্য ‘এক টাকায় বাজার’
খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের এক টাকায় বাজার মানবিক সহায়তা দেয়া হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে এই বাজারের উদ্বোধন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড এবং রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি। এসময় অনুষ্ঠানে খাগড়াছড়ি (৩০ বীর) খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত জুয়েল, খাগড়াছড়ি সেনা রিজিনের মেজর জাবির সোবাহান মিয়াদ (জিটুআই), সদর জোন (৩০ বীর) উপ অধিনায়ক মেজর মো: সিদ্দিকুল ইসলাম, পিএসসি, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো; জামাল উদ্দিন প্রমূখ এতে অংশ নেন।

এই বাজারে প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে মাত্র ১ টাকায়।চাল, ডাল, আটা, তেল, ডিম, মাছ, মুরগী, কাপড়, শিক্ষা উপকরণসহ ১৯ ধরনের পণ্যের মধ্যে থেকে বাছাই করে অনধিক ৭ টি পণ্য বাছাই করে বাড়িতে নিয়ে যেতে পেরেছেন যার বাজার মূল্য আনুমানিক ৮০০ টাকা। খাগড়াছড়ি, দীঘিনালা, পানছড়ি ও মহালছড়ি উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার ৫০০ পরিবার এই সুবিধা পেয়েছেন।

খাগড়াছড়ির দুর্গম এলাকাসহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সতায়তার হাত বাড়ানো বিদ্যানন্দ ফাউন্ডেশন ও খাগড়াছড়ি সদর জোনের এ মহতি উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়ে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার শরীফ মোঃ আমান হাসান বলেন, দুর্যোগে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সকল জাতি-ধর্মের মানুষ এ সহায়তার অংশীদার। খাগড়াছড়ি রিজিয়ন বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় তিনি বন্যা কবলিতদের পাশে থেকে যারা সহায়তার হাত বাড়িয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি জনকল্যাণকর কাজে সবধরনের সহযোগিতা দেয়ার কথা জানান তিনি।

এতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মোঃ জামাল উদ্দিন বলেন, দেশের যেকোন দুর্যোগে প্রতিবেশীর পরিচয়ে দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বর্তমানে বন্যা দুর্গত ৮টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবা দিয়ে যাচ্ছে বিদ্যানন্দের স্বেচ্ছা সেবকরা।

এম পি

শেয়ার