Top
সর্বশেষ

চট্টগ্রামে জলাবদ্ধতা: চার উপদেষ্টার হাতে নগরীর ভাগ্য

১৫ জানুয়ারি, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামে জলাবদ্ধতা: চার উপদেষ্টার হাতে নগরীর ভাগ্য
দিদারুল আলম :

চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে আগামী ১৯ জানুয়ারি নগরে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই চার উপদেষ্টাকে জলাবদ্ধতা সমস্যার পুরোপুরি সমাধানের পথ খুঁজে বের করার দায়িত্ব দিয়েছেন। এ তথ্য জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

চার উপদেষ্টা হলেন: শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।

এর আগে, গত ৫ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসনে করণীয়’ শীর্ষক একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে একটি অ্যাকশন প্ল্যান তৈরির লক্ষ্যে ১৮ জানুয়ারি জলাবদ্ধতা প্রকল্পের বাস্তব অবস্থা জানতে বিভিন্ন খাল ও ড্রেন সরেজমিনে পরিদর্শন এবং ১৯ জানুয়ারি সংস্থাগুলোর সাথে বৈঠক করার সিদ্ধান্ত হয়।

একই বৈঠকে আগামী বর্ষার আগে শহরের সব খাল ও ড্রেন পরিষ্কার, স্লুইস গেটের নির্মাণ কাজ সমাপ্ত, কর্ণফুলী নদীর ড্রেজিং করা এবং সব সংস্থার মধ্যে সমন্বয়ের তাগিদ দেওয়া হয়।

গত মঙ্গলবার বিকেলে চসিক পাবলিক লাইব্রেরীর সম্মেলন কক্ষে দুস্থদের মাঝে কম্বল প্রদানকালে মেয়র শাহাদাত হোসেন জানান, সিডিএ ৩৬টি খাল প্রকল্প সেটা বাড়িয়ে ৫৭টি খাল করা হচ্ছে। এতে জলাবদ্ধতার সমস্যার ৯০ থেকে ১শ শতাংশ সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় মেয়র আগামী নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের জন্য কিছু পরামর্শ দেন। তিনি তাদের স্ব স্ব ওয়ার্ডে নালা নর্দমা পরিষ্কার এবং মশার স্প্রে কার্যক্রম পরিচালনা করতে বলেন।

এম জি

শেয়ার