Top

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির অধীনে দাগনভূঞায় ফ্রি ঔষধ ও চিকিৎসা প্রদান

০৪ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির অধীনে দাগনভূঞায় ফ্রি ঔষধ ও চিকিৎসা প্রদান
দাগনভূঞা(ফেনী) প্রতিনিধি :

দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়ায় প্রায় ৩শ রোগীকে ফ্রি ঔষধ ও চিকিৎসা প্রদান করা হয়েছে। বুধবার( ০৪ সেপ্টেম্বর) ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির অধীনে স্থানীয় ফুলকলি মডেল কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাইস্কুলের উদ্যোগে অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.মাসুদ রানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ফুলকলি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা এস এম ইউসুফ আলী।

আয়োজিত ক্যাম্পে রোগী দেখেন ডা. জয়দেব বসাক (মেডিকেল অফিসার,ব্র্যাক),ডা. সাইদুল আলম (মেডিকেল অফিসার, ব্র্যাক), ডা. আবুল হাসান (মেডিকেল অফিসার,ব্র্যাক)।

এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামির স্থানীয় নেতা ফজলুর রহমান, অহিদুর রহমান,মমিনুল হক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিক প্রমুখ।

এসময় প্রায় ৫০ ধরনের ঔষধ বিতরণ ও প্রায় ৩শ রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। বন্যা পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেনীর বিভিন্ন স্থানে এই কার্যক্রম চলমান থাকবে বলে নিশ্চিত করা হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,বন্যার শুরু থেকে ডাক্তার মাসুদ রানা সহ তার পুরো টিম ফেনীর বিভিন্ন স্থানে পানিবন্দি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন স্কুল,আশ্রয় কেন্দ্র প্রয়োজনীয় ঔষধ সহ রোগীদের পাশে থেকে চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় বন্যা পরবর্তী সময়ে যখন মানুষের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে চর্মরোগ ডায়রিয়া সহ অন্যান্য যে সমস্যাগুলো সেগুলোর সমাধানের জন্য তার পুরো টিম নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এর মধ্যে প্রায় ২৫ টির ও বেশি স্থানে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫ হাজারের অধিক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন।

এম পি

শেয়ার