Top

টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

০৪ সেপ্টেম্বর, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ
টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
গাজীপুর প্রতিনিধি :

টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফরিদ হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। সে নোয়াখালীর সোনাগাজী উপজেলার বগাদানা গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি গাজীপুরা মোল্লাবাড়ি এলাকার মসজিদ রোডে পরিবার নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে টঙ্গীর এরশাদনগর (টেকবাড়ি) সড়কের প্রবেশ মুখে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এরশাদনগর (টেকবাড়ি) সড়কের প্রবেশ মুখে ফরিদকে গুরুতর আহতাবস্থায় পড়ে থাকতে দেখে তারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালে নেওয়ার কিছুক্ষন পরই তাঁর মৃত্যু হয়। দুর্বৃত্তরা ফরিদকে ছুরিকাঘাত করে মহাসড়কের পাশে ফেলে রাখে।

নিহতের বাবা জামাল হোসেন বলেন, টঙ্গী স্টেশন রোড থেকে রাত ১২টার দিকে ফরিদ বাসায় ফিরছিল। এরশাদনগর এলাকায় আসলে দুর্বৃত্তরা তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মহাসড়কের পাশে ফেলে রাখে। স্থানীয় লোকজন গুরুতর আহত ফরিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে আমি ছেলেকে মৃত দেখতে পাই। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৌসুমি দাস বলেন, রাত সোয়া ১টার দিকে ফরিদ হোসেন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে লোকজন। হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষনের মধ্যেই যুবকের মৃত্যু হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম পি

শেয়ার