Top

সিরাজগঞ্জে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ আটক ১

০৯ সেপ্টেম্বর, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ আটক ১
সিরাজগঞ্জ প্রতিনিধি: :

মাদকবিরোধী অভিযানে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মিজানুর রহমান (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-১২) সদস্যরা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।’

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যব-১২ এর কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। আটক মিজানুর রহমান ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার একান্নপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সিরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায়

মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় অভিনব কায়দায় ফলের ক্যাটুনে মাদক পরিবহণ কালে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়। তার সাথে থাকা মাদকদ্রব্য বহন ও ক্রয়- বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়- বিক্রয় করে আসছিল। আটক মাদক কারবারির বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা ও উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।’

এম পি

শেয়ার