Top

এলএমইতে বেড়েছে তামা ও দস্তার দাম

০১ অক্টোবর, ২০২৪ ১০:৩০ পূর্বাহ্ণ
এলএমইতে বেড়েছে তামা ও দস্তার দাম

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) সোমবার তামা ও দস্তার দাম বেড়ে গত চার মাসের সর্বোচ্চে পৌঁছেছে। শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে চাহিদা বাড়ার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে ধাতুর দাম অব্যাহত বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজনেস রেকর্ডারের খবরে বলা হয়েছে, এলএমইতে তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ১০ হাজার ৭৬ ডলার ৫০ সেন্টে। সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) নভেম্বরের সরবরাহ চুক্তিতে গতকাল  তামার দাম বেড়েছে আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৭৮ হাজার ৯৬০ ইউয়ানে (১১ হাজার ২৫৯ ডলার ৮৯ সেন্ট)।

এদিকে এসএইচএফইতে গতকাল দস্তার দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ বেড়েছে। টনপ্রতি মূল্য পৌঁছেছে ২৫ হাজার ৬০ ইউয়ানে। চীন চলতি মাসে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সমর্থনের জন্য বেশকিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সুদ ও বন্ধকের হার কমানো, ব্যাংকগুলোয় তারল্য বৃদ্ধি ও বাড়ি কেনার বিধিনিষেধ কমিয়ে আনা।

এনজে

শেয়ার