Top

ইসরায়েলে ইয়েমেন থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬

২১ ডিসেম্বর, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ
ইসরায়েলে ইয়েমেন থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬

দখলদার ইসরায়েলের ভূখণ্ডে ফের ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেল আবিবের কাছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠার পর ইয়েমেন থেকে ছোড়া একটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়।

তবে এর বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা ব্যর্থ হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিত ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরায়েল ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

আজ শনিবার ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র জানান, কিছুক্ষণ আগে তেল আবিব জেলার একটি আবাসনে ক্ষেপণাস্ত্র পড়ার খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি বেনি ব্রাক শহরে পড়েছে।

হুথি বিদ্রোহীদের দাবি, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এসব হামলা করছে এবং তারা গাজার ওপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা চালিয়ে যাবে।

এর আগে ৯ ডিসেম্বর হুথিদের একটি ড্রোন হামলায় ইসরায়েলের ইয়াভন শহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র : আলজাজিরা

এনজে

শেয়ার