Top

চাঁদপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

২১ ডিসেম্বর, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ
চাঁদপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছে।

(শনিবার ২১ ডিসেম্বর) দুপুরে মুন্সিরহাট সড়কের বদরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার মুলপাড়া গ্রামের হাজী বাড়ির খাজা আহমেদ খানের ছেলে ইকবাল হোসেন খান (১৮) তার ভগ্নিপতির মোটরসাইকেল নিয়ে আরেক বন্ধুসহ স্থানীয় সুবিদপুর যাচ্ছিল। পথিমধ্যে মুন্সিরহাট সড়কের বদরপুর নামক স্থানে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের সিএনজি স্কুটারের সাথে সজোরে ধাক্কা দেয়।

এসময় মোটরসাইকেলটি ঘটনা স্থলে দুমড়ে মুছড়ে ইকবাল হোসেন খান ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত তারই বন্ধু একই এলাকার মজুমদার বাড়ির ওবায়দুল্লাহ মজুমদারের ছেলে শাহাদাত মজুমদারকে (১৮) স্থানীয় কয়েকজন যুবক ও সেখানকারৎমসজিদের ইমাম তাদের উদ্ধারে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিজানুর রহমান,শাহাদাত হোসেন মজুমদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহত শাহাদাত মজুমদারের বড় ভাই হাবিবুর রহমান মজুমদার জানান,ঢাকা মেডিকেলে নেওয়ার পথে কাঁচপুর ব্রিজ এলাকায় গেলে শাহাদাত মজুমদার মৃত্যুবরণ করে।

বিএইচ

শেয়ার