Top

মতলবে দুই সন্তানের জননীর আত্মহত্যা

২১ ডিসেম্বর, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ
মতলবে দুই সন্তানের জননীর আত্মহত্যা
আবু সায়েম মাস্টার, মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব দক্ষিণে গলায় ফাঁস দিয়ে হাফসা আক্তার (২৫) নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ওইদিন দুপুরে হাফসা আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। হাফসা আক্তার ওই গ্রামের প্রবাসী খোরশেদ হাজীর মেয়ে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার ভোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান হাফসা আক্তারের স্বামী মো. মাসুদ রানা। ফজরের নামাজ শেষে সকাল ৭টার দিকে বাড়ি এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন মাসুদ রানা। কোনো সাড়া না পেয়ে ঘরের জানালা দিয়ে দেখতে পান হাফসা আক্তার বসতঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছেন। এসময় হাফসার স্বামী ডাক-চিৎকার দিলে বাড়ির লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে হাফসাকে ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে নামায়। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

জানা যায়, একই উপজেলার নারায়ণপুর পৌরসভার মনিগাঁও গ্রামের রফিক প্রধানের ছেলে সৌদি প্রবাসী মাসুদ রানার সাথে ১০ বছর পূর্বে হাফসা আক্তারের বিয়ে হয়। মাসুদ-হাফসা দম্পতির রাবেয়া (৮) ও রাইসা (৩) নামের দুটি কন্যা সন্তান রয়েছে। হাফসা আক্তার বিয়ের পর থেকে তার বাবার বাড়িতেই বসবাস করতেন। তবে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বিএইচ

শেয়ার