Top
সর্বশেষ

মেসি ম্যাজিকে ব্যবধান কমাল বার্সেলোনা

১৬ মার্চ, ২০২১ ১:২০ অপরাহ্ণ
মেসি ম্যাজিকে ব্যবধান কমাল বার্সেলোনা

আগামী জুনেই ৩৪ বছরে পা দেবেন ফুটবল জাদুকর। তার বয়সে অনেকেই খেলা ছেড়ে দিয়ে পুরো দস্তুর কোচিং পেশায় নেমে পড়েছেন; কিন্তু লিওনেল মেসি মাঠে নামা মানেই যেন ২৫ বছরের টগবগে তরুণ আর পায়ের অসাধারণ কারুকাজ। এই বয়সেও কী ম্যাজিক তার পায়ে!

মেসির সেই ম্যাজিকেই রোববার রাতে ঘরের মাঠে হুয়েস্কাকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সা। ২৭ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬৩। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে বার্সার পয়েন্ট ৫৯। রিয়ালর পয়েন্ট ৬৭। বোঝাই যাচ্ছে, লিগের শেষ পর্যন্ত তুমুল লড়াই হবে এই তিন দলের মধ্যে।

জোড়া গোল করেছেন মেসি। এই দুই গোলের সুবাধে এবারের লিগে মেসির নামের পাশে লেখা হলো মোট ২১টি গোল। লা লিগায় টানা ১৩ মৌসুম ২০ প্লাস গোল করা প্রথম খেলোয়াড় হলেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর। শুধু তাই নয়, ইউরোপের সেরা ৫টি লিগের মধ্যে টানা ১৩ মৌসুম ২০ গোল করা প্রথম খেলোয়াড়ও হলেন তিনি।

রোববার রাতে আরও একটি রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি। রোনাল্ড কোম্যানের একাদশে নাম লেখার সঙ্গে সঙ্গেই বার্সা লিজেন্ড জাভির সর্বোচ্চ ৭৬৭ ম্যাচের রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। আর এক ম্যাচ খেললে উঠে যাবেন সবার শীর্ষে।

ম্যাচ শুরুর পর গোল পেতে খুব বেশি দেরি হয়নি। সবচেয়ে বড় কথা, ১৩তম মিনিটে স্রেফ ‘লিওনেল মেসি ট্রেড মার্ক’ শো দেখলো ফুটবলপ্রেমীরা। বাম পায়ের অসাধারণ শটে তিনি বাম কর্নারের কোন ঘেঁষে হুয়েস্কার জালে বল জড়িয়ে দেন।

ম্যাচের ৩৫তম মিনেটে ব্যবধান বাড়ান আন্তোনিও গ্রিজম্যান। প্রায় মেসির মত করেই গোলটি করলেন তিনি। প্রায় ৩০ গজ দুরে বলের নিয়ন্ত্রন নেন এবং কয়েকজনকে কাটিয়ে বাম পায়ের জোরালো শট নেন গ্রিজি। সেটিই মেসির গোলের মত বাম কোন দিয়ে জালে প্রবেশ করে।

প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগে একটি গোল শোধ করে দেয় রাফায়েল মির ভিসেন্তে। পেনাল্টি থেকে তিনি গোলটি করেন ৪৫+৪ মিনিটে। তবে মেসি যখন ফর্মে থাকেন, তখন প্রতিপক্ষের কিছুই করার থাকে না। ম্যাচের ৫৩তম মিনিটের ঘটনা। মেসির অসাধারণ পিনপয়েন্ট ক্রস। সেটি থেকে হুয়েস্কার জালে বল জড়ান অস্কার মিঙ্গুয়েজ। ব্যবধান আবারও হয়ে গেলো ২ গোলের (৩-১)।

হুয়েস্কার জোরালো প্রেসার দিয়ে চেষ্টা করেছিল ম্যাচে ফেরার। কিন্তু বার্সার জমাট ডিফেন্স তাদের সব প্রচেষ্টাকে ধুলিস্যাৎ করে দেয়। বরং, ম্যাচ শেষ হওয়ার খানিক আগে, ৯০ মিনিটে চতুর্থবারের মত (নিজের দ্বিতীয়) বল জড়িয়ে দেন লিওনেল মেসি।

ম্যাচের পর বার্সা কোচ কোম্যান বলেন, ‘অসাধারণ রেজাল্ট। আমরা যে এগিয়ে চলেছি, এটাই তার প্রমাণ। প্রথমার্ধেই ছিলাম আমরা দুর্দান্ত। দ্বিতীয়ার্ধে শুধু নিজেদের খেলাটাই ধরে রেখেছিলাম। দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা মনযোগ হারিয়ে ফেলেছিলাম বলা যায়, এটা হয়তো ক্লান্তির কারণে। তবে আমাদের লক্ষ্য ছিল জয় এবং আমরা সেটা পেয়েছি।’

শেয়ার