Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

চুরির মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার ২

২৫ অক্টোবর, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ
চুরির মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার ২
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের কামারখন্দে দুই সহযোগীসহ মো. কোরবান আলী নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ইউপি সদস্যের নামে মাদক, চুরি-ডাকাতিসহ মোট ২৪টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার কোনাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি দুজনকে উপজেলার জামতৈল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্য কোরবান আলী উপজেলার ঝাঐল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও ওই এলাকার নুর মোহাম্মাদের ছেলে। বাকি দুজন টাঙ্গাইল জেলার কালিহাতী এলাকার মোহাম্মদ আইয়ুব আলীর খানের ছেলে মো. সজিব (১৯) ও সিরাজগঞ্জ সদরের কান্দাপাড়া এলাকার মো. শরিফুল ইসলামের ছেলে রাসেল খাঁ।

কামারখন্দ থানা পুলিশ সূত্রে জানা যায়, ইউপি সদস্য কোরবান আলীর বিরুদ্ধে অস্ত্র,ডাকাতি, মাদক, ছিনতাই ও চুরিসহ প্রায় ২৪ টি মামলা রয়েছে।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, তার ২৪ তম মামলাটি হলো চুরির মামলা। ওই চুরির মামলায় তাকে গ্রেপ্তারের পরে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এম জি

শেয়ার