কুড়িগ্রাম প্রতিনিধি: মসজিদে এশারের আযানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢোলে পরেন মুয়াজ্জিন,অনেকেই মনে করেন এমন মৃত্যু যেনো ইমানের এক বিশেষ পুরুষ্কার। এশারের আযান দেওয়া অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই ব্যক্তি। মৃত্যু চিরন্তন সত্য হলেও কারো কারো জন্য যেনো আসে এক সৌভাগ্যের মতো।
এমনি এক মৃত্যু হয়েছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রাঙ্গালীর বস গ্রামের সাহেব আলীর। স্থানীয় সরকার পাড়া জামে মসজিদে শুক্রবার এশার নামাজের আযান দিতে গিয়ে মৃত্যু কোলে ঢোলে পরেন। তিনি রতনপুর আদর্শপাড়া জামে মসজিদের খতিব এবং সোনাইর খামার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক ছিলেন।
এলাকাবাসীর মতে সাহেব আলী ছিলেন একজন ধর্মপ্রাণ, নীতিবান ও সমাজের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তি।
তার মৃত্যুর পর এলাকাবাসীরা বলেন এমন সৌভাগ্যের মৃত্যু সবার ভাগ্যে হয় না।কেবল ইমানের পুরষ্কার হিসেবে মসজিদে আযান দেওয়া অবস্থায় এমন বিশেষ দিনে মৃত্যু হয়।
সাহেব আলীকে শনিবার সকাল ১১ টায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে তার আত্মার শান্তি কামনা করা হয়।
এনজে