মানিকগঞ্জ সদর উপজেলায় সড়কে ড্রেজার পাইপে প্রতিবন্ধকতার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার বালিরটেক-চেগারঘোনা বেড়িবাঁধ সড়কের হাটিপাড়া ইউনিয়নের কাজিকোলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রবিন খান (২৩)। তিনি হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, বালিরটেক-চেগারঘোনা বেড়িবাঁধ সড়কের কাজিকোলা এলাকায় রাস্তার উপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়া হয়েছে এবং সে পাইপ মাটি দিয়ে ঢেকে দেওয়ায় স্বাভাবিক স্পিডব্রেকারের চেয়েও অনেক উঁচু হয়েছে। এতে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ঘটনার দিন রবিন মোটরসাইকেল চালিয়ে উক্ত ড্রেজারপাইপ অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান।
রবিনের মামা কাইয়ূম মোল্লা মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করে বলে, দুর্ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় রবিনকে প্রথমে মানিকগঞ্জে একটি হাসপাতালে নেওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় উক্ত হাসপাতাল থেকে ঢাকার শ্যামলীতে আরেকটি হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে মৃত্যুবরন করেন।
বিএইচ