জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌরসভার বাঞ্ছানগর এলাকার কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির কার্যক্রম শুরু হয়।
দিনব্যাপী ফ্রি মেডিকেল টিমে ১২জন চিকিৎসক প্রায় ১৫’শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেয় নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুগ্ম আহবায়ক খালেদ মোহাম্মদ আলী কিরন, টিপু ভূঁইয়া, জেলা কৃষকদের সিনিয়র সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল, জেলা যুবদলের সদস্য মুনসুর আহমেদ, আনোয়ার হোসেন জুলফু, দপ্তর সম্পাদক সামছুল আহসান মামুন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, লোকমান সহ অনেকে।
জেলা যুবদলের নেতারা জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা এবার কেক কাটার আয়োজন না করে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করতেছি। বিএনপি হচ্ছে গণমানুষের দল তাই বন্যা পরবর্তী সময় থেকে আমরা তৃণমূল মানুষের কাছে ছুটে যাচ্ছি। দলের সাথে দেশের গণমানুষের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যেই যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়েছে। জনমুখী রাজনীতিক দল গড়ে তুলতেই আগামীতে এমন জনসেবা মূলক কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান নেতারা।
এম জি