Top

সার্ক শক্তিশালী করে নানাবিধ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: আমীর খসরু

২৮ অক্টোবর, ২০২৪ ১:১৭ অপরাহ্ণ
সার্ক শক্তিশালী করে নানাবিধ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সার্ক শক্তিশালী করে অর্থনৈতিকসহ নানাবিধ সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের সাথে কাজ করতে উদগ্রীব নেপাল।

সোমবার (২৮ অক্টোবর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি সাথে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতাদের বৈঠক শেষে একথা বলেন আমির খসরু।

তিনি বলেন, নেপালের হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের বিশাল সম্ভাবনা কাজে লাগিয়ে লাভবান হতে পারে বাংলাদেশ। আইনের শাসন, জীবনের নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা বজায় রেখে নেপালের সাথে গণতান্ত্রিক বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকতে হবে।

এম জি

শেয়ার