Top

শনিবার সংবাদ সম্মেলনের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের

০১ নভেম্বর, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
শনিবার সংবাদ সম্মেলনের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের
ঢাকা কলেজ প্রতিনিধি :

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। জানা গেছে, আন্দোলনের বিস্তারিত তুলে ধরে শনিবার (২ নভেম্বর) ঢাকা কলেজের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করবেন তারা।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে বিষয়টি বাণিজ্য প্রতিদিনকে নিশ্চিত করেছেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সিনিয়র সদস্য ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান।

আব্দুর রহমান বলেন, সাত কলেজের চলমান সংকট নিয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলাম আমরা। তবে বৈঠকে সংকট নিরসনে কোনো সমাধান আসেনি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কোনো স্থানে আলাদা প্রসাশনিক ভবনে কার্যক্রম চালানোর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমরা চাই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। তাই আলোচনায় কোনো সিদ্ধান্ত আসেনি।

তিনি বলেন, আগামীকাল সকালে সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে আমরা আলোচনায় বসবো। সেখানে পরবর্তী কার্যক্রম ঠিক করবো। পরে সংবাদ সম্মেলনে আন্দোলনের বিস্তারিত তুলে ধরবো।

এম জি

শেয়ার