Top
সর্বশেষ

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবীদের ৭ শতাধিক গাছের চারা রোপন

০৫ নভেম্বর, ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ণ
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবীদের ৭ শতাধিক গাছের চারা রোপন
লক্ষ্মীপুর প্রতিনিধি :

পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে স্বেচ্ছাসেবীরা। রামগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে “জাফরনগর স্মার্ট ভিলেজ” গ্রাম জুড়ে তারা এ কর্মসূচি করে।

এতে নারিকেল গাছ, সুপারি গাছ, বেলজিয়াম গাছ, আকাশমনি গাছ, লেবু গাছ, অর্জুন গাছ, সাজনা পাতা সহ পরিবেশ বান্ধব গাছ রোপন করে সংগঠনটির সদস্যরা।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, টিওরী বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন পাল, দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফারুক হোসেন, ভাস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, জাফরনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আবদুল মালেক প্রমূখ।

এছাড়া “জাফরনগর স্মার্ট ভিলেজ” গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ, রামগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা  জয়নাল আবেদীন বলেন, “জাফরনগর স্মার্ট ভিলেজ” গ্রামকে সবুজায়ন করা ও পরিবেশ রক্ষায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। গত কয়েকদিন পুরো গ্রাম জুড়ে ৭’শতাধিক গাছের চারা রোপন করা হয়েছে।  এরআগেও আমরা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেছি। সকলের প্রচেষ্টায় ভবিষ্যতেও আমাদের কার্যক্রম পরিচালনা করা হবে।

এনজে

শেয়ার