Top
সর্বশেষ
মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকারকে পালাতে হবে সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘরের সন্ধান পাওয়া গেছে: গুম কমিশন প্রধান পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয় সাইবার নিরাপত্তা আইন এক সপ্তাহের মধ্যে বাতিল: উপদেষ্টা নাহিদ সেনাবাহিনীর অভিযান, মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেফতার ৭৪ যুক্তরাষ্ট্রে আজ প্রেসিডেন্ট নির্বাচন জাহাজ নির্মাণ শিল্পে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগে দক্ষিণ কোরিয়াকে আহ্বান

পাবনায় জিংক ধানের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ

০৫ নভেম্বর, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ
পাবনায় জিংক ধানের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার, পাবনা :

পাবনায় বিনামূল্যে নতুন জাতের উন্নত মানের ধানের বীজ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বীজ বিপণন ও ধান উৎপাদনের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এতে জেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা ১১টার দিকে পাবনা সদর উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে এই বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনার উপপরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দীন। স্কেলিং বায়োফর্টিফাইড ক্রপ প্রজেক্ট-আইএফপিআরআই হারভেস্টপ্লাসের বীজ নিয়ে তথ্য তুলে ধরেন হারভেস্টপ্লাস বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ওয়াহিদুল আমিন ও বিভাগীয় সমন্বয়কারী জাকিউল হাসান।

পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শৈলেন কুমার পালের পরিচালনায় উপস্থিত ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রোকনুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, পাবনা কৃষি তথ্য সার্ভিসের সহকারী তথ্য অফিসার খালেদিন আনাম ও হারভেস্টপ্লাস প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর সালেহ মো. শিহাব উদ্দিন প্রমুখ।

এনজে

শেয়ার