Top
সর্বশেষ
মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকারকে পালাতে হবে সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘরের সন্ধান পাওয়া গেছে: গুম কমিশন প্রধান পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয় সাইবার নিরাপত্তা আইন এক সপ্তাহের মধ্যে বাতিল: উপদেষ্টা নাহিদ সেনাবাহিনীর অভিযান, মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেফতার ৭৪ যুক্তরাষ্ট্রে আজ প্রেসিডেন্ট নির্বাচন জাহাজ নির্মাণ শিল্পে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগে দক্ষিণ কোরিয়াকে আহ্বান

টাঙ্গাইলে পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন

০৫ নভেম্বর, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকার জলবদ্ধতা দূর করে দুর্ভোগ লাঘবের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উপদেষ্টা খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাধারণ সম্পাদক তাশদীদ রহমান শিহাব, এলাবাসী ওসমান গনি, স্কুল ছাত্র মারুফুল ইসলাম প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য, স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রভাব খাটিয়ে ড্রেনের মুখ বন্ধ করায় বছর জুড়ে পানি নিষ্কাশন না হওয়ায় পঁচা দুর্গন্ধ ও মশার উৎপাদন হচ্ছে। এতে প্রায় পাঁচ হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সময়ে জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বক্তরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

এনজে

শেয়ার