Top
সর্বশেষ

দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং ফুড

০৫ নভেম্বর, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং ফুড
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৯৬১ বারে ১৯ লাখ ৩৯ হাজার ৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৭৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৯০৮ বারে ২ লাখ ৮ হাজার ৭৮১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৩৭৭ বারে ১ লাখ ৫২ হাজার ৫১২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – গ্লোবাল হেভি কেমিক্যালসের ৯.৯৫ শতাংশ, বেস্ট হোল্ডিংসের ৯.৯৫ শতাংশ, ইসলামী ব্যাংকের ৯.৯০ শতাংশ, ড্রাগণ সোয়েটারের ৯.৮৭ শতাংশ, বিডি থাই ফুডের ৯.৮০ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.৬৫ শতাংশ এবং ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্সের ৯.৫২ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার