Top
সর্বশেষ

নিষেধাজ্ঞা প্রত্যাহার, খাগড়াছড়ি ভ্রমনে নেই বাধা

০৫ নভেম্বর, ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ণ
নিষেধাজ্ঞা প্রত্যাহার, খাগড়াছড়ি ভ্রমনে নেই বাধা

জেলা প্রশাসক থেকে খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে আজ মঙ্গলবার থেকে পর্যটকরা পাহাড়ি এই জেলায় ভ্রমণ করতে পারবেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা স্বস্তি ফিরে পেয়েছেন। সেই সঙ্গে পর্যটকরাও আনন্দে ভাসছেন।

এ ব্যাপারে বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত এক মাসের নিষেধাজ্ঞার ফলে খাগড়াছড়ির পর্যটন খাতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন তারা সেই ক্ষতি কাটিয়ে উঠতে চাইছেন।

স্থানীয় গাড়ি চালকরা বলেন, এটাই আমাদের জীবিকা, আর নতুন নতুন মানুষকে পাহাড়ের সৌন্দর্য দেখানো আমাদের জন্য আনন্দের বিষয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আমরা খুব খুশি।

হোটেল ও মোটেল মালিকরা জানান, এখন থেকে হোটেলগুলো খুলে দেওয়া হচ্ছে এবং তারা পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত।

খাগড়াছড়ি পর্যটন করপোরেশনের ম্যানেজার উত্তম কুমার মজুমদার বলেন, আজ থেকে পর্যটকরা আসা শুরু করবেন। ফলে যে ক্ষতি হয়েছে, সেটা পুষিয়ে নিতে পারবো।

জানতে চাইলে জেলা প্রশাসক সহিদুজ্জামান বলেন, এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখানকার জীবনযাত্রা পর্যটনকে কেন্দ্র করে চলে, তাই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলে, এই এলাকা আবারও পর্যটকদের উপস্থিতিতে মুখরিত হবে।

এনজে

শেয়ার