Top

বাউফলে জামায়াত নেতার জানাজায় জনতার ঢল

০৫ নভেম্বর, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ
বাউফলে জামায়াত নেতার জানাজায় জনতার ঢল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের ইমামতিতে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর পটুয়াখালীর বাউফল উপজেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারী ও সাবেক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাউফল উপজেলা সভাপতি মাষ্টার ইউনুস বিশ্বাসের জানাজায় স্থানীয় জনতার ঢল নামে।

দলমত নির্বিশিষে মঙ্গলবার (৫ নভেম্বর) বাউফলের নওমালা হাইস্কুল মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুম মাষ্টার ইউনুস বিশ্বাসের মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সোমবার তিনি সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।

জানাজার পূর্বে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মাষ্টার ইউনুস বিশ্বাস আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করার অপরাধে আওয়ামী লীগের জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছে। হামলা-মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে। মজলুম মাষ্টার ইউনুস বিশ্বাসকে যারা বাড়িতে থাকতে দেয়নি, ঘরে থাকতে দেয়নি আজ তারা (আওয়ামী লীগ) নিজেরাই দেশ ছাড়া। মাষ্টার ইউনুস বিশ্বাসের মত জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মী আওয়ামী লীগের জুলুমের শিকার হয়ে অনেকেই শাহাদাত বরণ করেছে। অনেকে চিরজীবনের পঙ্গুত্ব বরণ করেছে। তবুও একজন জামায়াতে ইসলামীর কর্মীকেও তারা ইসলামী আন্দোলন থেকে বিরত করতে পারেনি, পারবেও না। প্রত্যেকের ত্যাগ, রক্ত ও জীবনের বিনিময়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। অচিরেই বাংলাদেশ ইসলামী রাষ্ট্রে প্রতিষ্ঠা হবে। সেজন্য তিনি জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকতে সকলের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, বরিশাল মহানগরী সেক্রেটারী মাওলানা মোঃ মতিউর রহমান, পটুয়াখালী জেলার সাবেক আমীর অধ্যাপক শাহ আলম, বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা কাজী আব্দুল দাইয়ান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা সভাপতি মাহাদি হাসান নাহিদ, পটুয়াখালী জেলা জজকোর্টের আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা ও বাউফল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে মরহুম মাষ্টার ইউনুস বিশ্বাস সহ ইসলামী আন্দোলনে শাহাদত বরণকারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং সকল আহত ও পুঙ্গত্ব বরণকারীদের সুস্থতা সহ দেশবাসীর জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন ড. শফিকুল ইসলাম মাসুদ।

এম জি

শেয়ার