Top

মানিকগঞ্জে ৪০ কার্টুন সিগারেটসহ ডাকাত গেপ্তার

০৬ নভেম্বর, ২০২৪ ১:১২ অপরাহ্ণ
মানিকগঞ্জে ৪০ কার্টুন সিগারেটসহ ডাকাত গেপ্তার

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইলের আমেরিকান টোবাকো কোম্পানি ওয়্যার হাউজে সিগারেট ডাকাতির ঘটনায় ৪০ কার্টুন সিগারেটসহ ডাকাত দলের একজনকে গেপ্তার করেছেন শিবালয় থানা পুলিশ।

সিএমপির ডবলমরিং থানার মৌলভীপাড়ার নিজামের বাড়ি থেকে ৫ নভেম্বর দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে আসামী মোহাম্মদ আলী (৪০) কে গেপ্তার করা হয়। মোহাম্মদ আলী কুমিল্লা জেলার দাউদকান্দি থানার আউটবাগ গ্রামের মৃত আছমত আলীর ছেলে।

বুধবার(৬ নভেম্বর) দুপুর ১ ঘটিকায় মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নাতিপ্রাপ্ত) মোঃ বশির আহমেদ ।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) মোঃ ইমতিয়াজ মাহবুব, শিবালয় থানার অফিসার ইনচার্জ এআরআল মামুন সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, গত ২৮ অক্টোবর সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে শিবালয় থানার বরংগাইল রুমি ফিলিং স্টেশনের পূর্ব পাশে ব্রিটিশ আমেরিকান টোবাকো কম্পানির বাংলাদেশ এর ডিস্ট্রিবিউটর অফিসের ওয়্যার হাউজের গোডাউনের বড় কাটার মেশিন ব্যবহার করে, গ্ৰীল কেটে অজ্ঞাতনামা ১০/১২জন মুখে মাস্ক পরিহিত অবস্থায় বিভিন্ন দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ প্রবেশ করে, স্টেশনের দায়িত্বরত কর্মচারী এবং অফিসের সিকিউরিটিগার্ডদের উক্ত বিল্ডিং এর সিড়ির নিচে বেধে রাখেন এবং ভিতরে অবস্থানরত কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে গোডাউনের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। সেখানে থাকা (ব্যানসন, গোল্ডলিপ, লাকিস্ট্রাইক, ষ্টার, রয়েলস্, ডাবি)সহ বিভিন্ন ব্রান্ডের মোট ৮৯ কেস সিগারেট, যার বাজার মূল্য-৬৬,৯৫,৯৬৩/- (ছেষট্টি লক্ষ পঁচানব্বই হাজার নয়শত তেষট্টি) টাকাসহ বিভিন্ন দেশী ও বিদেশী ব্রান্ডের ০৫ টি মোবাইল লুন্ঠন করে নিয়ে যায়। উক্ত ডাকাত দলটি একটি সাদা ও একটি নীল-হলুদ রংয়ের মোট ২টি পিকআপে করে এসে ডাকাতির মালামাল লুট করে নিয়ে যায়। উক্ত ঘটনায় মামলা রুজু হওয়ার পর মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ বশির আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নাতিপ্রাপ্ত) এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)সুজন সরকারের সহায়তায়, অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল মোঃ ইমতিয়াজ মাহবুব এবং শিবালয় থানার অফিসার ইনচার্জ এআরআল মামুনের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগীতায় মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমানসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকশ অভিযানিক টিম নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষন পূবক ও বিশ্বস্ত সোর্স নিয়োগ করে সিএমপির ডবলমরিং থানার মৌলভীপাড়ার নিজামের বাড়ি থেকে ৫ নভেম্বর দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে আসামী মোহাম্মদ আলী (৪০) কে গেপ্তার করা হয়। মোহাম্মদ আলী কুমিল্লা জেলার দাউদকান্দি থানার আউটবাগ গ্রামের মৃত আছমত আলীর ছেলে।

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ বশির আহমেদ বলেন, এরা সংঘঠিত একটি গোষ্ঠী,এরা বিভিন্ন জায়গায় এরকম কাজ করে থাকে। তাদের বিরদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতার করা সহ মামলা তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামি কে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।আমরা মামলার তদন্তের স্বার্থে এবং সকল আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

এম জি

শেয়ার