Top
সর্বশেষ

কচুয়ায় ড্রেজারে মাটি কাটায় মৎস্য প্রকল্পের পাড় ভাঙ্গার উপক্রম

১২ নভেম্বর, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ
কচুয়ায় ড্রেজারে মাটি কাটায় মৎস্য প্রকল্পের পাড় ভাঙ্গার উপক্রম
ওমর ফারুক সাইম, কচুয়া প্রতিনিধি :

কচুয়া উপজেলার ১১ নং দক্ষিন গোহট ইউনিয়ন এর আমুজান গ্রামে ড্রেজারে মাটি কাটার ফলে দু’পাশে থাকা মৎস্য প্রকল্পের পাড় ভাঙ্গার উপক্রম দেখা দিয়েছে। এতে কওে প্রকল্প মালিক কয়েক লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরজমিন গিয়ে জানা গেছে আমুজান হাজী বাড়ির উত্তর পাশে সরকারী খাস ভুমি হতে অবৈধ ড্রেজারে মাটি কেটে গভীর করায় একই এলাকার ওমর ফারুকের দু’পাশে থাকা দুটি মৎস্য প্রকল্পের পাড় প্রায় ৯৫ ভাগ ভেঙ্গে গেছে।

এ ছাড়া দক্ষিন পাশে থাকা খোরশেদ আলমের বসত ঘরও, যে কোন সময় ভেঙ্গে যেতে পারে, এমন আশংকা করছেন বসত ঘর মালিক।

আজ মঙ্গলবার এ বিষয়ে প্রতিকার চেয়ে ওমর ফারুক বাদী হয়ে, মকবুল হোসেনের ছেলে কাউছার আহমেদ ও আহসান হাবিব ফরহাদকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। আবেদন পাওয়ার সত্যতা স্বীকার করেছেন ইউএনও অফিসের দায়িত্বশীলরা।

কচুয়া – আমুজান অবৈধ ড্রেজারও মাটি কাটার ফলে মৎস্য প্রকল্পের পাড় ভাঙ্গার উপক্রম।

বিএইচ

শেয়ার