Top
সর্বশেষ

কাস্টমসে পড়ে থাকা ৭০ লাখ টাকার ফল মাটি চাপা দেওয়া হবে

১৪ নভেম্বর, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ
কাস্টমসে পড়ে থাকা ৭০ লাখ টাকার ফল মাটি চাপা দেওয়া হবে
কাইমুল ইসলাম ছোটন, চট্টগ্রাম :

চট্টগ্রাম কাস্টম হাউজে পড়ে আছে ৪ লাখ কেজি কমলা, মাল্টা, ম্যান্ডারিন ও ড্রাগন ফল। যা বিক্রি করার জন্য নিলামে তুলা হলেও আশানুরূপ দাম পাওয়া যায়নি। এদিকে ফলগুলো দীর্ঘদিন ধরে কনটেইনারে থাকায় অনেকগুলো নষ্ট হয়ে গেছে। যার কারণে নিলামে বিক্রি না হওয়ায় এসব ফল মাটির নিচে চাপা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউজ কতৃর্পক্ষ। বর্তমানে এসব ফলের বাজারমূল্য ধরা হয়েছে ৭০ লাখ টাকা।

চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানান, দক্ষিণ আফ্রিকা থেকে ২১টি শীতাতপ নিয়ন্ত্রিত কনটেইনারে চার লাখ কেজি ফল আমদানি করা হয়। আমদানিকারকরা এসব ফল নির্দিষ্ট সময়েও বন্দর থেকে খালাস করেনি। আবার আইনি জটিলতায় ফল গুলো নিলামে উঠাতে দেরি হয়ে যায়। পরে নিলামে তুলা হলেও বেশিরভাগ ফল নষ্ট হয়ে যাওয়ায় নিলামে অংশগ্রহণকারীরা কেউ কিনতে রাজি হননি। ফলে এসব ফল আগামী ১৮ নভেম্বর সকালে চট্টগ্রাম সিটি কপোর্রেশনের ডাম্পিং পয়েন্টে পুঁতে ফেলা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম বিডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব চৌধুরী বলেন, ফলগুলো নিলামে উঠলেও অনেকটাই নষ্ট হয়ে গেছে। আবার এসব ফল তাজা রাখতে ফ্রিজের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন হয়, এতে খরচ বাড়তে আছে। তাই আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম সিটি করর্পোরেশনের ডাম্পিং স্টেশনে নিয়ে এসব ফল ধ্বংস করা হবে।

বিএইচ

শেয়ার