ঝিনাইদহে বাল্য বিবাহ,আত্মহত্যা প্রবনতা,নারী নির্যাতন ও বয়সন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শৈলকুপায় ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড’(ইরেসপো) ২য়-পর্যায়ের স্কুলগামী কিশোরীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলার গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে ১০০ জন কিশোরীদের মাঝে শিক্ষা উপকরণসহ সেনেটারী ন্যাপকিন বিতরণ করা হয়। এছাড়াও সরকারী প্রনোদনা হিসেবে এক শিক্ষার্থীকে ১৬ হাজার দুই’শ টাকা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস,উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো: শাহ আলম,স্কুলটির প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এনায়েতুল্লাহ প্রমূখ।
এসময় বক্তারা,উপস্থিত কিশোরীদের উদ্দেশ্যে বাল্যবিবাহ,আত্মহত্যা,নারী নির্যাতন ও বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা উপকরণ সহ স্যানিটারি ন্যাপকিন তুলে দেন।
এম জি