Top

পাবনায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৫ নভেম্বর, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ
পাবনায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, পাবনা  :

পাবনায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে জনপ্রিয় মেধাবৃত্তি ‘কিশোরকন্ঠ  পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর)  পাবনা জেলার ৯টি উপজেলায় ১২টি কেন্দ্রে  মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণির প্রায় ১০হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা এ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ  ফাউন্ডেশনের  এমন উদ্যোগ প্রশংসা করে বলেন, এধরণের আয়োজন আরো বেশি বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।

এ সময় জেলা প্রশিক্ষণ সমন্বয়ক সাইফুজ্জামান খান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ।

আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা সাইদুল ইসলাম, পাবনা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উপদেষ্টা ফিরোজ হোসেন এবং পরীক্ষা নিয়ন্ত্রণ করেন হাবিবুল্লাহ।

এনজে

শেয়ার