লক্ষ্মীপুরের স্বনামধন্য প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে ফায়ারফ্লাই স্কলারশীপ প্রজেক্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় দুটি কেন্দ্রে প্রায় এক হাজারের মতো শিক্ষার্থী অংশ নেয়। ২য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এতে অংশ নেওয়ার সুযোগ পায়।
পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, পরীক্ষা ভালো হয়েছে।
অভিভাবকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ভীতি দূর হচ্ছে। যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ অভিজ্ঞতা কাজে আসবে।
ফায়ারফ্লাই কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই এর জন্য আমাদের এ আয়োজন। প্রতিবছর এমন আয়োজন অব্যাহত থাকবে।
আগামী ডিসেম্বরের ৭ তারিখে এ বৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান করা হবে। এতে ট্যালেন্টফুল, ১ম গ্রেড, ২য় গ্রেড ও সাধারণ গ্রেডে শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।
এম জি