লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২নভেম্বর) সকালে শহরের ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫ম শ্রেনীর প্রায় ১৫’শ শিক্ষার্থী অংশ নেয়।
জানা যায়, লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশন দীর্ঘ ১৫বছর যাবত বৃত্তি পরীক্ষার আয়োজন করছে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। আগামী ২৮নভেম্বর বৃহস্পতিবার ন্যাশনাল স্কুল মাঠে এ বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে প্রথম পুরস্কার হিসেবে ল্যাপটপ প্রদান করা হবে বলে জানা যায়।
অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রতি বছর লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। এবারও আয়োজন করেছে। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর হয়। তাছাড়া প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়।
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান সবুজ বলেন, আইডিয়াল ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের তুলে আনতে প্রতি বছর বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এতে জেলা ব্যাপী ব্যাপক সাড়া পড়েছে। এবার আমাদের পরীক্ষা কার্যক্রম সফলভাবে সম্পূর্ন হয়েছে। আগামী ২৮নভেম্বর পুরস্কার বিতরণ করা হবে। প্রথম পুরস্কার ল্যাপটপ সহ ২০০জনকে পুরস্কৃত করা হবে।
এম জি