Top

কুবি ট্রাভেলার্স সোসাইটির নেতৃত্বে অপু-রাফি

২৬ নভেম্বর, ২০২৪ ১২:০৫ অপরাহ্ণ
কুবি ট্রাভেলার্স সোসাইটির নেতৃত্বে অপু-রাফি
কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ট্রাভেলার্স সোসাইটির প্রথম  কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির আংশিক তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী ইলিয়াস আকন্দ অপু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী শাহাদাত তানভীর রাফি।

কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি হৃদয় পাল অর্জুন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহিত পাল, এবং সাংগঠনিক সম্পাদক জান্নাতুল বাকিয়া জান্নাত।

প্রথমবারের মতো দায়িত্ব পেয়ে সংগঠনের সভাপতি ইলিয়াস আকন্দ অপু জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রাভেলার্স সোসাইটি যাত্রা ২০ অক্টোবর ২০২১ সালে। আমাদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক নাজমুল সবুজ ভাইয়ের মৃত্যুর পর আমাদের কার্যক্রম স্থবির হয়ে যায়। সংগঠনের গতিকে ত্বরান্বিত করতে নতুন কমিটি গঠন করা হয়েছে। আমরা যারা দায়িত্বে এসেছি তারা সর্বোচ্চ চেষ্টা করবো সংগঠনকে এগিয়ে নিতে। এর আগে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ট্রাভেলার্স সোসাইটি। তাই আমাদের লক্ষ্য থাকবে আবারো একটি সেমিনার আয়োজন করার।

সাধারণ সম্পাদক শাহাদাত তানভীর রাফি বলেন, ভ্রমণপিপাসুদের ভ্রমণের প্রতি আগ্রহ আরও উৎসাহিত  করা এবং নতুন ভ্রমণপ্রেমীদের সঠিক দিকনির্দেশনার মাধ্যমে আনন্দময় ভ্রমণ উপহার দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। আমরা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি। এছাড়া দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা মনোমুগ্ধকর দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার পাশাপাশি সেই অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানের পরিসর সম্প্রসারিত করাই আমাদের উদ্দেশ্য।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক মাসের মধ্যে কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনজে

শেয়ার