কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গা নাগরিক উদ্ধার ও ৩ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃতরা হলেন- উখিয়ার বালুখালির আবুল বাশেরের ছেলে সামসু (৫০) ও একই ক্যাম্পের আব্দু শুক্কুরের ছেলে আনিসুল আলম (২৮)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ওসি বলেন, সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিমে মাঠপাড়া রাস্তার মাথা সড়ক থেকে অজ্ঞাতনামা ৩ জন যাত্রী দুইজন রোহিঙ্গাকে অপহরণ করেন। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়। পরে মামলার তদন্ত চলাকালে গোপন সংবাদে খবর আসে অপহৃত দুই ভিকটিমসহ অপহরণকারীরা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া পাহাড়ে অবস্থান করছেন।
এমন তথ্য পেয়ে মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফ থানার এসআই সনজীব কুমার পাল ও এসআই ননী বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৩ অপহকারী ওই এলাকার সাইফুল ইসলাম, মরিয়ম বেগম ও নছিমা আক্তারকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের কবল থেকে অপহৃত দুই রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অভিযান পরিচালনাকালে অন্যান্য আরও কিছু অপহরণকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এনজে