Top
সর্বশেষ
ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব

আইনজীবী হত্যার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল

২৭ নভেম্বর, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ
আইনজীবী হত্যার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল
ঢাকা কলেজ প্রতিনিধি :

চট্টগ্রামে আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন ঘিরে সংঘর্ষে আইনজীবী সাইফুল হত্যার ঘটনার প্রতিবাদে ঢাকা কলেজে অন্তত পাঁচশত শিক্ষার্থীর উপস্থিতিতে  বিক্ষোভ মিছিল হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০ টার দিকে ঢাকা কলেজের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নাইমের গলি হয়ে মিরপুর সড়ক দিয়ে নীলক্ষেত মোড় প্রদক্ষিণ করে কলেজের জামে মসজিদের সামনে সমাপ্ত হয়।

এ সময় তারা “স্বৈরাচারের সঙ্গী ইসকন জঙ্গি, ২৪শের বাংলায় বৈষম্যের ঠাই নাই, ভারতের দালালেরা হুশিয়ার সাবধান, ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে? শহীদ সাইফুল-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা, আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই, জঙ্গিদের ঠিকানা এই বাংলায় হবে না,” ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে ঢাকা কলেজের শিক্ষার্থী খালিদ বলেন, ‘সন্ত্রাসীরা আমাদের আইনজীবী সাইফুল ভাইকে হত্যা করেছে।অতি শিগগিরই দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ থেকে জঙ্গি মুক্ত করতে হবে এবং এমন শাস্তির ব্যবস্থা করতে হবে যেন কেউ অপরাধ করার দুঃসাহস না দেখায়।

সাইদুল নামে এক শিক্ষার্থী বলেন, আওয়ামী লীগ সরকার যেভাবে মুসলমানদের ওপর অত্যাচার করেছে। ঠিক সেভাবে তার দোসররা আইনজীবীকে হত্যা করেছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ থেকে ইসকনের নিষিদ্ধ চায়। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, কেউ আমাদের আলাদা করতে পারবে না। অন্যায়ের প্রতিবাদে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করব।

উল্লেখ্য, চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে হত্যা করা হয়। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)। সাইফুল লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে।

এনজে

শেয়ার