Top
সর্বশেষ
হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা

কয়রায় দুর্বৃ‌ত্তের আগু‌নে দোকান পু‌ড়ে ছাই!

২৭ নভেম্বর, ২০২৪ ১০:৫৭ পূর্বাহ্ণ
কয়রায় দুর্বৃ‌ত্তের আগু‌নে দোকান পু‌ড়ে ছাই!
খুলনা প্রতিনিধি :

খুলনার কয়রা উপ‌জেলার এক‌টি খুচরা সার ও কীটনাশক বি‌ক্রয় কেন্দ্র আগু‌নে পু‌ড়ে ভ‌স্মীভূত হ‌য়ে‌ছে। সোমবার দিবাগত রাত ১টার দি‌কে মহারাজপুর ইউনিয়‌নের দেয়াড়া গ্রামস্থ মেসার্স সিয়াম ষ্টোর আগু‌নে পু‌ড়ে নিশ্চিহ্ন হ‌য়ে যায়। দুর্বৃত্তরা আগুন দি‌য়ে পু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে ব‌লে দা‌বি ক‌রেন স্বত্বা‌ধিকারী আব্দুল মান্নান সানা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক যুগ ধ‌রে উপ‌জেলার দেয়াড়া বাজার মো‌ড়ে স্বনা‌মের সা‌থে সার ও কীটনাশ‌কের পাশাপা‌শি মা‌ছের খাবা‌রের ব‌্যবসা ক‌রে আস‌ছে স্থানীয় ইউপি সদস‌্য আব্দুল মান্নান সানা। তার ব‌্যবসা দেখাশুনা ক‌রেন তার পিতা মাহবুল আলম সানা। সোমবার (২৫ ন‌ভেম্বর) মধ‌্যরা‌তে দোকান‌টি‌তে আকস্মীক জ্বল জ্বল ক‌রে আগুন জ্বল‌তে দে‌খে এলাকাবা‌সি মেম্বার‌কে ফোন ক‌রেন এবং ফায়ার সা‌র্ভিস‌কে অবগত ক‌রেন। পরবর্তী‌তে ফায়ার সা‌র্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ত‌বে তারই ম‌ধ্যে দোকা‌ন ঘরসহ সকল পণ‌্য পু‌ড়ে ছাই হ‌য়ে যায়।

স্থানীয় ইউপি সদস‌্য ও দোকা‌নের স্বত্বা‌ধিকারী আব্দুল মান্নান ব‌লেন, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আমা‌দের দোকা‌ন আগুন ‌দি‌য়ে পু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে। আমা‌দের ‌দোকানসহ সব সার, কীটনাশক ও আসবাবপত্র পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে। বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রও পু‌ড়ে গে‌ছে। আনুমা‌নিক ৪ থে‌কে ৫ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

কয়রা উপ‌জেলা ফায়ার সা‌র্ভিস স্টেশ‌নের টিম লিডার আব্দুস স‌ালাম জানান, খবর পে‌য়ে আমরা ঘটনাস্থ‌লে গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আনি। সা‌র বি‌ক্রেতার দোকা‌নের সব পু‌ড়ে গে‌লেও পাশ্ববর্তী দোকানগু‌লোতে আগুন লাগ‌তে পা‌রি‌নি। প্রায় চার লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌য়ে‌ছে। আগুন লাগার কারণ জানা যায়‌নি।

কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল ইসলাম ব‌লেন, পু‌লিশ ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌ছে। দুর্ঘটনা না দুর্বৃ‌ত্তের দেয়া আগুন এটা বের করার জন‌্য আমা‌দের তদন্ত কার্যক্রম চলমান র‌য়ে‌ছে।

এনজে

শেয়ার