Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড: কর্মবিরতিসহ সমিতির ৬ সিদ্ধান্ত

২৭ নভেম্বর, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ
চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড: কর্মবিরতিসহ সমিতির ৬ সিদ্ধান্ত
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো আদালতের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। এছাড়াও জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজনসহ আরও পাঁচ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়৷

এতে বলা হয়, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য লোহাগাড়া নিবাসী এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে বিগত ২৬ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে উগ্রবাদী সংগঠন ‘ইসকন’ এর সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেন। উক্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে সমিতির জরুরী সভায় নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

সিদ্ধান্তসমূহ হলো, সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ করা, ২৮ নভেম্বর তারিখ চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রমে কর্মবিরতি, আইনজীবী আলিফের আত্মার মাগফেরাত কামনায় বৃহস্পতিবার বাদ জোহর কোর্ট হিল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন, একইদিনের অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল।

এছাড়া আগামী ১ ডিসেম্বর দুপুর ২টায় আইনজীবী দোয়েল ভবনের সম্মুখ থেকে শোক মিছিল অনুষ্ঠিত হবে এবং সমিতির বার্ষিক ইনডোর গেইমস স্থগিত ঘাকবে।

এর আগে, মঙ্গলবার  (২৬ নভেম্বর) সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ঘোষণা দেন, সহকর্মী হত্যার প্রতিবাদে আজ (বুধবার) সব আদালতে আইনজীবীদের সব ধরনের কর্মসূচি স্থগিত থাকবে। সেই অনুযায়ী আজ কর্মবিরতি পালন করছেন চট্টগ্রামের আইনজীবীরা।

এনজে

শেয়ার