Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

আইনজীবী হত্যার বিচার দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

২৭ নভেম্বর, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ
আইনজীবী হত্যার বিচার দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ
ইবি প্রতিনিধি :

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।

বুধবার (২৭ নভেম্বর) বেলা তিনটার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় সংহতি সপ্তাহ উপলক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্রসংগঠনের অংশগ্রহণে জুলাই গণহত্যা ও ইসকন সন্ত্রাসী কর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে এই কর্মসূচি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

কর্মসূচিতে শাখা ছাত্র শিবিরের সভাপতি এইচ এম আবু মুসা ও সেক্রেটারী মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা, জমিয়তে তলাবায়ে আরাবিয়া ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ সহস্রাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। এসময় ইস্কনকে নিষিদ্ধের দাবি জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, যখন পতিত শেখ হাসিনা কোথাও আশ্রয় পাচ্ছিলো না, তখন ভারত তাকে আশ্রয় দিয়েছে। এখন তারা বাংলাদশে ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে লেলিয়ে দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্ত করে যাচ্ছে। তারই অংশ হিসেবে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। সম্প্রীতি বজায় রেখে শেখ হাসিনা ও তাদের দোসরদের সৃষ্টি করা নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করে যাবো।

ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার খুনি হাসিনাকে উৎখাত করলেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে যায়নি। ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, এটা ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন। তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আমরা এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশে দেখতে চায় না। আমরা আইনজীবী সাইফুল হত্যার তীব্র নিন্দা জানাই ও অতিদ্রুত জড়িতদের বিচার দাবি করছি।

এর আগে মঙ্গলবার রাতে আইনজীবী হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা।

এম জি

শেয়ার