লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮নভেম্বর) দুপুরে ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে বৃত্তিপ্রাপ্ত প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী নাফীসা নুহীন নোভার হাতে ল্যাপটপ তুলে দেন অতিথিরা। নোভা আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী।
দ্বিতীয় স্থান অর্জন করেন পিটিআই সংলগ্ন পরীক্ষণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুবাইতা। তাকে নগদ দশ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট, ৩য় স্থান অর্জনকারী লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী সাদিয়া আক্তার রিমীকে নগদ ৫হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া প্রায় ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
এরআগে ২২নভেম্বর বৃত্তি পরীক্ষায় জেলার প্রায় ১৫’শ শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রশিক্ষণ বিশেষজ্ঞ (নায়েম) প্রফেসর মোঃ শাহজাহান।
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান সবুজ।
বক্তব্য রাখেন আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক কুলসুমা আক্তার, ফারজানা আক্তার তিথী।
এছাড়া উপস্থিত ছিলেন কো অর্ডিনেটর আবিদা বিন্তি, ইসমাইল হোসেন, ফারহানা আক্তার, মারজাহান মুন্নী, আতিকুর রহমান, সাবিহা মাহমুদ, প্রভাষক কবিরুল ইসলাম, শরীফুল ইসলাম, রাফি উদ্দিন, রেজাউল করিম, ইউনুস মাহমুদ, সহকারী শিক্ষক, মোঃ ইউসুফ, হামদে রাব্বী, জাহাঙ্গীর আলম, কর্মকর্তা আবদুল করিম, মাসউদুর রহমান প্রমুখ।
এনজে