Top

লক্ষ্মীপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বিক্ষোভ

২৭ নভেম্বর, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বিক্ষোভ
লক্ষ্মীপুর প্রতিনিধি :

ইসকন কর্তৃক মসজিদ ভাঙচুর ও চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে অ্যাড. সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকালে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল হয়।

মিছিলটি শহরের দক্ষিণ তেমুহনী থেকে শুরু হয়ে বাজার সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিম ভূঁইয়া এর সভাপতিত্বে ও মাওলানা ইমরান হোসাইন প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা মহিউদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন শ্রমিক নেতা ডাঃ নাছির আহমেদ, যুব নেতা মাওঃ মোখলেসুর রহমান, ছাত্র নেতা মুহাঃ ইউনুস আহমদ প্রমুখ।

এরআগে সকালে লক্ষ্মীপুর জজ কোর্ট প্রাঙ্গনে আইনজীবীরা ও দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঝুমুর চত্বরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এম জি

শেয়ার