Top

নানান বেশে আবির্ভূত হচ্ছে আওয়ামী লীগ: ড. রেজাউল করিম

২৬ ডিসেম্বর, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ
নানান বেশে আবির্ভূত হচ্ছে আওয়ামী লীগ: ড. রেজাউল করিম
লক্ষ্মীপুর প্রতিনিধি :

ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলছেন, আওয়ামী লীগ যতো লাফাবে ততো প্যাচাবে। বেশি লাফালাফি করলে কোন কোন গর্তে পালিয়ে আছেন বাংলাদেশের জনগণ বের করে নিয়ে আসবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাটে ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব বলেন।

রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ একটি কুলাঙ্গারের দল। তারা বলতো শেখ হাসিনা পালায় না, কিন্তু ঠিকই সবার আগে দিল্লিতে পালিয়ে গিয়েছে। কাপুরুষের মতো পালিয়ে নানান ষড়যন্ত্র করছে। তারা এখন সচিবালয়ে আগুন দিচ্ছে। নানান বেশে আবির্ভূত হচ্ছে।

তিনি আরও বলেন, যারা অন্য ধর্মের মানুষের ওপর নির্যাতন করে, তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা মায়াকান্না করে। তাদের মুখে এ মায়াকান্না মানায় না। আমরা ভারতকে হুশিয়ারি করতে চাই আপনাদের দেশের অন্য ধর্মের মানুষের উপর নির্যাতন বন্ধ করুন। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন, না হয় এর ফল ভালো হবে না।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নাজির আহমদ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, লক্ষ্মীপুর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ থানা আমীর মাওলানা নুর মোহাম্মদ রাসেল, সেক্রেটারি এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন, থানা সহকারী সেক্রেটারি ডা. কাউছার হামিদ, মোঃ ইকবাল হোসেন, মাওলানা জহিরুল ইসলাম।

সম্মেলনে সভাপতিত্ব করেন কুশাখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সফিক উল্যাহ ও সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ইয়াসিন আরাফাত।

এম জি

শেয়ার