লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে খালেদ মোহাম্মদ আলী নামে এক খামারীর পুকুরে বিষ দিয়ে প্রায় ১২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী এ অভিযোগ করেন। প্রতিবেশী ফখর উদ্দিনসহ তার ছেলে-ভাতিজা ঘটনাটি ঘটিয়েছেন বলে জানিয়েছেন খালেদ।
ভুক্তভোগী খালেদ সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ছাইদুল হক মাষ্টারের ছেলে ও খালেদ এগ্রো ফিশারিজের স্বত্ত্বাধিকারী। অভিযুক্ত ফখর উদ্দিন চাঁদখালী গ্রামের জবি উল্যার ছেলে।
লিখিত বক্তব্যে খালেদ মোহাম্মদ আলী বলেন, ফখর উদ্দিন ২০২৩ সালের ২৬ এপ্রিল রাতে আমার প্রজেক্ট থেকে মাছ চুরি করে। তখন তাকে জাল ও মাছসহকারেই আটক করা হয়। ওই ঘটনায় আদালতে মামলা করা করা হয়েছিল। ওই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে একাধিকবার ফখর উদ্দিন আমার ক্ষতির চেষ্টা করে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ফখর উদ্দিন তার ছেলে ও ভাতিজাসহ লোকজন নিয়ে আমার ফিশারিতে প্রবেশ করে পুকুরে বিষ দিয়ে মাছ শিকার করে। এতে আমার প্রায় ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে।
জানা যায়, ২০০৮সালে খালেদ মোহাম্মদ আলী মাছের খামার গড়ে তোলেন। এরপর সে সফল উদ্যোক্তা হিসেবে জেলা ও জাতীয় ভাবে সুনাম অর্জন করেন।
বিষয়টি জানতে ফখর উদ্দিনকে পাওয়া না গেলেও তার ভাই মাঈন উদ্দিন বলেন, আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। মূলত খালেদরাই তাদের পুকুর থেকে পানি সেচে মাছ শিকার করেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি আমি শুনেছি। ভূক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম জি