Top

এডভোকেট সাইফুল হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে আইনজীবীদের মানববন্ধন

২৮ নভেম্বর, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ
এডভোকেট সাইফুল হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে আইনজীবীদের মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি :

চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আইনজীবীরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জেলা অ্যাডভোকেট বার সমিতির উদ্যোগে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তিন মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে আইনজীবীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা অ্যাডভোকট বার সমিতির সভাপতি একে এম শামীমুল আক্তার শামীম, পিপি মো. শফিকুল ইসলাম রিপন, বার সমিতির সাধারণ শাহানশাহ সিদ্দিকী মিন্টু প্রমুখ।

বক্তারা বলেন, হত্যাকারীরা যে ঘটনা ঘটিয়েছে এই ধরনের ঘটনা বাংলাদেশের জন্য অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা। এটি রাষ্ট্রদোহিতার শামিল। একটি গণ-অভ্যুত্থানের পর যখন আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, সংস্কারের চেষ্টা চলছে, ঠিক এমন সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীর ওপর এমন ন্যক্কারজনক হামলা এবং হত্যা করা গণ-অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক।

তারা আরও বলেন, ইসকনের ইন্দনে এডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

এর আগে বার সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদালতের সামনে এসে সমবেত হয় আইনজীবীরা।

এম জি

শেয়ার