Top
সর্বশেষ

ভিয়েতনামে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণ, ১২ সেনা নিহত

০৫ ডিসেম্বর, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ
ভিয়েতনামে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণ, ১২ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক :

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণে ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ভিয়েতনামে প্রশিক্ষণের সময় ‘দৃশ্যত দুর্ঘটনাজনিত বিস্ফোরণে’ ভিয়েতনামের ১২ জন সেনা নিহত হয়েছে।

ভিয়েতনামের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, গত সোমবার রাতে দেশটির ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলের একটি সামরিক শুটিং রেঞ্জে বিস্ফোরণটি ঘটে। নিহতদের বেশিরভাগের মরদেহ পাওয়া গেলেও কর্তৃপক্ষ নিখোঁজদের সন্ধান করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, সেনাদের বহন করা ডেটোনেটরগুলোতে বজ্রপাতের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রাণহানির এই ঘটনা সামরিক ইউনিট, পরিবার, আত্মীয়স্বজন, কমরেড এবং সতীর্থদের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

রাষ্ট্রীয় সংবাদপত্র নান ড্যান বলছে, যুদ্ধ মহড়া শুরু উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী ফান ভ্যান গিয়াং বক্তৃতা দেয়ার একদিন পর এই দুর্ঘটনাটি ঘটলো।

সরকারি ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিএইচ

শেয়ার