সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬০ শতাংশ। কোম্পানিটি ৬৭৪ বারে ৬ লাখ ৯৩ হাজার ৬৯১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এইচআর টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানিটি ৫৯৬ বারে ২ লাখ ৬৫ হাজার ৭৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মুন্নু ফেব্রিকসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২২২ বারে ১৬ লাখ ১৭ হাজার ৯৭৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –গোল্ডেন সনের ৫.২২ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪.৭৩ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৪.৪৩ শতাংশ, পাওয়ার গ্রীডের ৪.২৩ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.২৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৩.৯৯ শতাংশ এবং স্টাইলক্রাফটের ৩.৫৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস