Top
সর্বশেষ

১ কোটি ৬০ লাখ সিরীয়র মানবিক সহায়তা প্রয়োজন: জাতিসংঘ

১০ ডিসেম্বর, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ
১ কোটি ৬০ লাখ সিরীয়র মানবিক সহায়তা প্রয়োজন: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার ১ কোটি ৬০ লাখ মানুষের এখন জরুরি মানবিক সহায়তা দরকার বলে জানিয়েছেন দেশটির জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউএনএইচসিআর-এর প্রতিনিধি গঞ্জালো ভার্গাস লোসা বলেন, ‘এ অঞ্চলে সবশেষ লড়াইয়ের কারণে ৮ লাখ সিরীয় বাস্তুচ্যুত হয়েছে। মানবিক সহায়তার প্রয়োজনের পরিস্থিতি তৈরি হয়েছে। অনেককে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। সব মিলিয়ে সিরিয়ার ১ কোটি ৬০ লাখ মানুষের এখন জরুরি মানবিক সহায়তা দরকার।’

তিনি জানান, হোমস, হামা এবং দামেস্কের মতো ক্ষতিগ্রস্ত এলাকায় ইউএনএইচসিআর -এর মানবিক কার্যক্রম ধীরে ধীরে আবার শুরু হচ্ছে। প্রতিটি স্থানে অংশীদারদের সঙ্গে মানবিক শূন্যতা পূরণ করার চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত ৮ ডিসেম্বর সিরিয়ার দুই যুগের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটায় দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। দামেস্ক থেকে পালিয়ে পরিবারসহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন স্বৈরশাসক বাশার আল-আসাদ।

এদিকে আসাদ সরকারের পতনের পরপরই দামেস্কের একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বিদ্রোহীরা এই অস্ত্র কারখানা যাতে দখলে নিতে না পারে সে প্রচেষ্টা চালাচ্ছে তারা। এছাড়া অধিকৃত গোলান মালভূমি, হারমন পার্বত্য অঞ্চলও দখলে নিয়েছে ইসরাইলি বাহিনী।

আইডিএফ জানিয়েছে, ইসরাইলের নিরাপত্তা যাতে কোনোভাবেই হুমকির মুখে না পড়ে, সে ব্যাপারে সতর্ক রয়েছে ইসরাইল।

বিএইচ

শেয়ার