Top
সর্বশেষ

দর বৃদ্ধির শীর্ষে অ্যাসোসিয়েটেড অক্সিজেন

১৫ ডিসেম্বর, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে অ্যাসোসিয়েটেড অক্সিজেন
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১৫২ বারে ৩ লাখ ৫১ হাজার ৮১২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৭৬ শতাংশ। ফান্ডটি ২২৮ বারে ৫ লাখ ৮১ হাজার ৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা একমি ল্যাবরেটরিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬০৯ বারে ২০ লাখ ৩৯ হাজার ৮০৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৪৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সোনারগাঁও টেক্সটাইলের ৮.৮৪ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭৪ শতাংশ, বিকন ফার্মার ৮.২১ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৬.১৪ শতাংশ, ফাইন ফুডসের ৫.৭৯ শতাংশ, পিপুলস ইন্স্যুরেন্সের ৫.৬৭ শতাংশ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ৪.৯৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার