সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৭৮ বারে ৩ লাখ ৮৬ হাজার ২০১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৭৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা পাওয়ার গ্রীডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি ৮৫২ বারে ৩ লাখ ৩২ হাজার ৫০৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা রবি আজিয়াটার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৫১ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৬১৫ বারে ৮৪ লাখ ৫২ হাজার ১৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৬১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – আলহাজ টেক্সটাইলের ৩.৯২ শতাংশ, দেশ গার্মেন্টেসের ৩.৭৪ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৩.৭০ শতাংশ, মিডল্যান্ড বাংকের ৩.২৮ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.০৩ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ২.৯৯ শতাংশ এবং আমান ফিড লিমিটেডের ২.৭৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস