সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫০ বারে ৬৫ হাজার ৯৮৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৯৫ বারে ৩ লাখ ৮৯ হাজার ৮২৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফ্যামিলি টেক্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৬ বারে ২ লাখ ৬ হাজার ৯৮৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– ইনডেক্স এগ্রোর ৭.০৯ শতাংশ, এইচ.আর. টেক্সটাইলের ৬.৫২ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৬.৪১ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৫.৯১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.৭১ শতাংশ, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৫.৫৮ শতাংশ এবং জুট স্পিনার্স লিমিটেডের শেয়ার দর ৫.০১ শতাংশ কমেছে।
এসকেএস